Wellcome to National Portal

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”

** “একজন মানুষ যার কিছু ছিল না, তাঁকে একটা ঘর দিয়ে তার মুখে হাসি ফুটাতে পেরেছি এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না।” – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা || “এই যে একটা মানুষকে যে একটা ঠিকানা দিতে পারলাম, তাঁর জীবনটাকে যে পালটে দিতে পারলাম, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে?” – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা || “বঙ্গবন্ধুর দেশে কোন মানুষ ঠিকানাবিহীন থাকবে না।” – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা || “বাংলাদেশের একজন মানুষ ও ভূমিহীন থকবে না, গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না” – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা **

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুন ২০২৪

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ণির্মিত প্রকল্পসমূহে বনায়নের লক্ষ্যে ২০১০ থেকে জুন ২০২০ পর্যন্ত ০৫ লক্ষ ৫৪ হাজার ৬৭৪টি বৃক্ষ রোপন করা হয়েছে। বর্তমানে উপজেলা প্রশাসন কর্তৃক প্রকল্পগ্রামে বনায়নের ব্যাবস্থা করা হয়ে থাকে।


প্রকাশন তারিখ : 2020-07-05

 

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ণির্মিত প্রকল্পসমূহে বনায়নের লক্ষ্যে প্রকল্পগ্রামে  ৫৫৪,৬৭৪টি বৃক্ষ রোপণ করা হয়েছে। বর্তমানে উপজেলা প্রশাসন কর্তৃক প্রকল্পগ্রামে  বনায়নের ব্যাবস্থা করা হয়ে থাকে